বিয়ে করলেন ‘বাংলাদেশি বয়েজ’ ব্যান্ডের ভোকালিস্ট ও সংগীতশিল্পী রুমেল খান।
গত বছরের ২৮ অক্টোবর বগুড়ার জলেশ্বরীতলার মেয়ে মাহফুজ আরা খানম মুক্তির সঙ্গে বরিশাল বাবুগঞ্জের ছেলে রুমেলের বাগদান সম্পন্ন হলেও গত শুক্রবার ঢাকার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে একেবারে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।
বিয়ে প্রসঙ্গে রুমেল খান বলেন, মানুষের জীবনে পূর্ণাঙ্গতা আসে বিয়েতে। তাই এই পূর্ণাঙ্গ জীবনের পথেই পা বাড়িয়েছি। সবার দোয়া চাই যেন আমি আর মুক্তি সুখী হতে পারি।
রুমেল খানের স্ত্রী মুক্তি ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটির একজন প্রভাষক। অন্যদিকে গত বছর ঈদে রুমেল খানের প্রথম একক অ্যালবাম মেয়ে তুমি বাজারে আসে। অ্যালবামের সব গানের কথা ও সুর রুমেলের।
অ্যালবামটির সংগীতায়োজন করেছিলেন জেকে। লেজার ভিশন থেকে অ্যালবামটি বাজারে এসেছিল।