সাদা ক্যানভাসে রঙতুলির অচড়ে নিজের ভাবনা তুলে ধরেছেন চিত্রশিল্পী সীমা ইসলাম। তার প্রতিটি কাজে ব্যক্ত করেছেন আবেগী কথা। প্রকৃতি শিরোনামে বেশ কয়েকটি চিত্রকর্মে রঙ ছড়িয়েছেন তিনি।
সাদা ক্যানভাসে মনকাড়া রঙ আর প্রকৃতির অপরূপ খেলা ধরা দিয়েছে মহিমান্বিত হয়ে। গ্রামের আল পথ, দূরে ছায়ায় ঘরবাড়ি, গাছপালা-লতাপাতা-ডালপালা ইত্যাদি ধরা দিয়েছে শিল্পীর তুলিতে।
ঢাবির চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে গতকাল বুধবার থেকে শুরু হওয়া চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক সীমা ইসলামের প্রতিটি কাজের রূপ-ই যেন ভিন্ন।
‘ট্রু কালারস বা সত্যিকারের রঙ’ শীর্ষক ৮ দিনের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও এইচএনএস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম।
আক্রেলিক, তেলরঙে অাঁকা ৩০টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। ছবিগুলোতে নানা বিষয় ফুটিয়ে তুলেছেন শিল্পী সীমা ইসলাম।