অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে রংপুর কারমাইকেল কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে গতকাল রোববার স্মারকলিপি দিয়েছে। এদিকে গতকালও ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল ছিল রংপুর কারমাইকেল কলেজ।

জানা গেছে, কারমাইকেল কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাসকে পুনর্বহালের দাবিতে গতকাল সকালে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র সমাজ, ছাত্র ফ্রন্ট একতাবদ্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে তারা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

এর আগে সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাফিউর রহমান রাফি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কানন, ছাত্র ফ্রন্টের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ছাত্রদলের সদস্য সচিব মো. মিন্টু মিয়া, সদস্য রবিউল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার, সদস্য ভুবন ভূষণ রায়, ছাত্র সমাজের আহ্বায়ক মো. সুমন মিয়া, সদস্য মিন্টু মিয়া প্রমুখ।

উলেখ্য, গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রংপুর কারমাইকেল কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাসকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশের প্রতিবাদে কলেজ শাখা ছাত্রলীগ কারমাইকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে।

ড. দীপকেন্দ্র নাথ দাস জানান, তিনি তার দায়িত্ব কারমাইকেল কলেজ ভাইস প্রিন্সিপাল খন্দকার মাহফুজ আনোয়ারের কাছে বুঝিয়ে দিয়েছেন।