দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসির সব বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানগণ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছেন।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা ফাহিমা খাতুন গতকাল বলেন, এ বছর সব বোর্ডে এসএসসির ২১টি বিষয়ের পরীক্ষা অভিন্ন সৃজনশীল প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। আগামী বছর এইচএসসিতে চারটি বিষয়ের পরীক্ষা অভিন্ন সৃজনশীল প্রশ্নপত্রে নেওয়া হবে। তাই আমরা ভাবছি বাকি বিষয়গুলোর পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া যায় কি না। কারণ এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে কলেজে ভর্তি হওয়ার নিয়ম প্রচলিত আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তির চিন্তাভাবনা চলছে। তাই আমরা মনে করছি সব শিক্ষা বোর্ডের সব বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হওয়া উচিত। তিনি জানান, এর ফলে প্রশ্নপত্রের মান আরও ভালো হবে। সব বোর্ডের পরীক্ষার্থীদের মূল্যায়ন একই রকমভাবে করা সম্ভব হবে।