রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভর্তি ফরমের মূল্য বৃদ্ধিসহ আবাসিক হলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত চার দিন ধরে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর দেড়টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রশাসন ভবনের প্রধান ফটক প্রায় এক ঘণ্টাব্যাপী বন্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত আন্দোলনরত ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল দিয়ে হামলা চালায়। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আহসান হাবিব রকি, ছাত্রমৈত্রীর আহ্বায়ক ইকবাল কবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের স্কুলবিষয়ক সম্পাদক রেহান মাহমুদ, শিক্ষার্থী সুমন, বকশি, শিরিন, ফয়সালসহ অন্তত ১০ জন আহত হয়।

 আহতরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হামলার সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর হয়।