ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ অর্থবছরের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় (৫ কোটি ৬০ লাখ) বরাদ্দসহ ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে ভিসির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিনের কাছে এ বাজেট বই হস্তান্তর করেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন, অর্থ ও হিসাব অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আকামদ্দীন বিশ্বাস, উপ-পরিচালক মো. ছিদ্দিক উল্যা এবং উপ-রেজিস্ট্রার শেখ মো. জাকির হোসেন।
বাজেটে বেতন ও ভাতাদি খাতে ৩৪ কোটি ৭০ লাখ টাকা, পেনশন খাতে ১ কোটি টাকা, সরবরাহ ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে ৬ কোটি ৬০ লাখ টাকা, সরবরাহ ও সেবা (শিক্ষা আনুষঙ্গিক) খাতে ৩ কোটি ৭৫ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ খাতে ৪৫ লাখ টাকা, সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে ৫০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তবে গবেষণা খাতে কোনো বাজেট না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।