জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ১৩ নভেম্বর থেকে ভর্তি শুরু হচ্ছে।
৩ নভেম্বর সাক্ষাতকার পর্বের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়।মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে অপেক্ষামান তালিকা থেকে। এছাড়াও বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। ১৮ ডিসেম্বর থেকে ক্লাস শুরুর কথা রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে। সদ্য প্রকাশিত সাক্ষাতকার পর্বের ফলাফলে অসংগতির অভিযোগ পাওয়া গেছে। এদিকে মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ নামক একটি সংগঠন ফলাফলে বৈষম্যের আশঙ্কা প্রকাশ করে উপাচার্য বরাবর একটি চিঠি দিয়েছে।