ক্যাম্পাসের ভূসীমানা সম্প্রসারণের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া দাবি আদায়ে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে গত দুই মাস ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা। ভূমি সম্প্রসারণের এই দাবি দীর্ঘদিনের।

প্রশাসন এ দাবি পূরণে কোনো পদক্ষেপ না নিলে গত ১৬ মে থেকে প্রতিষ্ঠানটির সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক নূরুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘ক্যাম্পাসের পরিসর বাড়াতে ভূমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’