ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ডিনস কমিটির নির্ধারিত তারিখ অনুসারে বিজ্ঞান অনুষদের (ক ইউনিটের) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, মানবিক অনুষদের (খ ইউনিটের) ১৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিটের) ২ নভেম্বর, ঘ ইউনিটের (সম্মিলিত) ৯ নভেম্বর এবং চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উপাচার্য বলেন, ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এসব তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, গত বছরের মতো এ বছরও আবেদনপত্রের ফি ৩০০ টাকা রাখা হয়েছে। তবে অনলাইন ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গত শিক্ষাবর্ষে যেসব শর্ত ছিল, এ চলতি বর্ষে তা পরিবর্তনের সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার বিষয়ে জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।