স্থানীয় লোকজনের ছোড়া পাথরের আঘাতে সোহেল রানা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন।  তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র।

বুধবার রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে ফেরার পথে অক্সিজেন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের সহপাঠী শাহরিন মোস্তফা বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম নগরীতে প্রয়োজনীয় কাজ সেরে রাত সাড়ে ৮টার ট্রেনে সোহেলসহ আমরা কয়বন্ধু ক্যাম্পাসে ফিরছিলাম।

ট্রেনটি ষোলশহর স্টেশন পেরিয়ে অক্সিজেন রেলক্রসিংয়ের পর রেললাইনের পাশ থেকে ছোড়া ঢিল সোহেলের কপালে লাগে। তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র শাব্বির আলম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের প্রধান মাধ্যম। শাটল ট্রেন এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে! প্রতিদিনই কেউনা কেউ ছোড়া ঢিলে আহত হচ্ছেন।

 এদিকে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ফেরার পথে লোকজনের ছোড়া পাথরের আঘাতে হন সাংবাদিক প্রবীর বড়–য়া।

 এ প্রসঙ্গে প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।