বুয়েট ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পর এবার ফুঁসে উঠেছে পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)’র শিক্ষার্থীরা। ভিসির অপসারনসহ ৬ দফা দাবীতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন সড়ক অবরোধ এবং অনশনসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে রবিবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন এবং পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা পাবনা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতিকী অনশন কর্মসূচী পালন করে এবং একই দাবিতে গত মঙ্গলবার ও বুধবার তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পাবনা-ঢাকা মহাসড়কে আবরোধ কর্মসুচি পালন করে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাস ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। পুলিশ পাহারায় চলছে ভিসির অফিসিয়াল কাজকর্মসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সাধারন কমকান্ড। ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, শর্ট সেমিস্টার পদ্ধতি চালু, ছাত্র-ছাত্রীদের নিবন্ধনের মেয়াদ আট বছর করা, ছাত্র ছাত্রীদের উপর শিক্ষকদের নির্যাতন, তৃতীয় শ্রেণীপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল কি না তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ৬ দফা দাবিতে গত ১৫ জুন থেকে তারা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে কৌশলে কর্তৃপক্ষ ১৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। এরপর গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয় খুললে আবার শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন শুরু করেন।