বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আজ বুধবার  থেকে ২৪ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রসঙ্গত, বুয়েটের উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষকেরা। তারা উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগের জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, রমজান, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে বুয়েটের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর সব ক্লাস ও পরীক্ষা আগামী ১১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে দুপুরে ‘ভিসি ও প্রা-ভিসির পদত্যাগের দাবিতে বুয়েট শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতি ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুয়েটের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হস্তক্ষেপ চায়। সমাবেশের আগে শিক্ষক সমিতির একটি মৌন মিছিল বের করে। যাতে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান বলেন, ‘‘আমাদের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি। বুয়েট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন এটা কারো কাম্য নয়। দয়া করে বুয়েটের অস্তিত্ব রক্ষায় ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দিন।’’

তিনি আরও বলেন, ‘‘বুয়েটে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে তা ভিসি ও প্রো-ভিসি তাদের নিজেদের স্বার্থেই করেছেন। তাই বুয়েটের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য তাদের পদত্যাগ করতে হবে। ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।’’