জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডিগ্রি (ডক্টর অব লজ) বিশেষ সম্মাননা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনে এ সম্মাননা দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত হবে । সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান উপস্থিত থাকবেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে ।