ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে ‘টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ’। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বিভাগ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরা যায়। গণমাধ্যমের মাধ্যমে সমাজের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায়। তিনি আশা প্রকাশ করেন, দেশের সম্প্রচার মাধ্যম ও চলচ্চিত্র শিল্পে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, এখানে কেবল একটি বিভাগেরই উদ্বোধন করা হচ্ছে না, বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ভিতও রচনা হচ্ছে। এই বিভাগের শিক্ষার্থীদের দ্বারা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাসসহ বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। নতুন এই বিভাগের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ (আইএএমসিআর)-এর সভাপতি ও যুক্তরাষ্ট্রের অরিগন ইউনিভার্সিটির কমিউনিকেশন রিসার্চের সভাপতি অধ্যাপক জানেত ওয়াসকো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের সভাপতি অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।