রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী সোহেল রানার আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল রবিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন সোহেল রানা।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত সোহেল রানাকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।