প্রটোকল মেনে সংবাদ প্রকাশ না করার অভিযোগ এনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক দিনকাল ও ‘সিলেট এক্সপ্রেস ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক হেলাল উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ছাত্রদল নেতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে এ হুমকি দেন শাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মামুন।
হুমকির শিকার দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হেলাল উদ্দিন জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ০১৭২২-৪২১৫৭০ এই নাম্বার থেকে ফোনে মামুন বলেন, ‘তুই, কুত্তার বাচ্চা এর পরে নিউজ করলে তরে কাটিয়া সুরমা নদীতে ভাসাবো, তুই আমাকে চিনিস? তুই এখন কোথায় বল আমি আসছি, তোকে এখনই কেটে নদীতে ভাসাবো’ বলে ফোন কেটে দেন।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে লিখিত অভিযোগ দেবেন তিনি বলে জানান।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মামুন বলেন, আমি কোন হুমকি দেইনি। এটা আমার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিপক্ষ গ্রুপের চক্রান্ত হতে পারে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, লিখিত অভিযোগে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।