ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্ল্লিউইসি) পুরস্কার পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সংবর্ধনার শিক্ষামন্ত্রী বলেন, পুরস্কার অর্জনের কৃতিত্ব শিক্ষা পরিবারের সবার। শিক্ষা পরিবারের সবার কঠোর পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন এসেছে। সে পরিবর্তনের খবর এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে।
অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী, কাজী সালাউদ্দিন আকবরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুন মুম্বাইয়ে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য দেওয়া এই পুরস্কার গ্রহণ করেন নুরুল ইসলাম নাহিদ।