প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় সারাদেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে অনুষ্ঠিত হবে। ডাকযোগে বৈধ প্রার্থীদের নামে প্রবেশপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে।
আর যেসকল প্রার্থীদের কাছে প্রবেশপত্র পৌছায়নি তারা আবেদন পত্রের সঙ্গে দেওয়া ছবির অনুরূপ দুই কপি পার্সপোট আকারের সত্যায়িত ছবিসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।