পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষা শেষে ৩০তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮-৩০ অগাস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমিশনের আগারগাঁওয়ের নবনির্মিত ভবন থেকে নম্বরপত্র বিতরণ করা হবে।

নম্বরপত্র সংগ্রহের সময় প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

টাকা জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ৩০তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সরকারি চাকরি প্রত্যাশীরা। এ বিষয়েস¤প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে।

৩০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ৬৪ জন চাকরিপ্রার্থী তাদের নম্বরপত্র তুলতে গত ৮ থেকে ১৯ জানুয়ারি সময়ে জনপ্রতি এক হাজার টাকা জমা দিয়ে আবেদন করেন।

গত বছরের ২ নভেম্বর ৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর ৩১তম বিসিএসেরও চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এছাড়া ৩২তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা শেষ হলেও ৩০তম বিসিএসে অংশ নেওয়া প্রার্থীদের নম্বরপত্র দেওয়া হচ্ছিল না।

২০১০ সালে ২৮তম বিসিএসের নম্বরপত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে পিএসসি।