সবুজ চা ত্বককে রোদে পোড়া থেকে রক্ষা করে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ধ্বংস করে। এর ভেতর যে ভেষজ উপাদান রয়েছে তা ত্বককে সুরক্ষা করতে পারে। এমনটিই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষণায় দেখা যায়, সবুজ চায়ে গোল্ডেন ফার্ন (ফিলবোডিয়াম অ্যারিয়াম বা পোলিপডিয়াম লিউকাটোমোস) এবং আসিয়ান জিনসেং (পানাক্স জিনসেং) জাতীয় ভেষজ উপাদান বেশি থাকে, যা সূর্যের আলো থেকে ত্বক সুরক্ষা করে। ফলে সবুজ চা পান করলে দেহে সূর্যের অতিবেগুনি রশ্মির কার্যকারিতা হ্রাস পায় এবং আলোকরশ্মির ফলে সৃষ্ট ত্বক ক্যানসার রোধে সহায়ক ভূমিকা পালন করে। পর্যাপ্ত উচ্চমাত্রার সবুজ চা পান করলে সূর্যের আলো থেকে ত্বক সুরক্ষা হয়। গবেষক মেরি অ্যান লিবার্টের প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক সুরক্ষার নিবন্ধনটি প্রমাণসহ প্রকাশিত হওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি করেছে।