ধূমপায়ীদের ভাবনা ঘুচছে শিগগির। আসছে নিকোটিন নিরোধক ‘স্মোকিং ভ্যাকসিন’। আর এ টিকা গ্রহণে ধূমপায়ীদের ধূমপানের ইচ্ছাও একসময় উঠে যাবে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণা শেষে এ কথা জানিয়েছেন। তবে গবেষণাটি পরিচালিত হয় ইঁদুরের ওপর।
মানুষের ওপর প্রয়োগ করতে টিকাটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানান তারা। সম্প্রতি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়।
গবেষকরা জানান, ইঁদুরের শরীরে ওই টিকা প্রয়োগ করে দেখা গেছে টিকার কার্যকারিতা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরে প্রবেশোন্মুখ নিকোটিনকে ধ্বংস করে দেয়।
গবেষকরা কিছু ইঁদুরকে ওই টিকা দেন এবং কিছু ইঁদুর আলাদা রাখেন। এরপর ইনজেকশনের মাধ্যমে দু’গ্রুপের শরীরেই সমপরিমাণ নিকোটিন প্রবেশ করান। দেখা গেছে, যেসব ইঁদুরের শরীরে ওই টিকা দেওয়া হয়েছে সেগুলোর মস্তিষ্কে নিকোটিনের মাত্রা ৮৫ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল মেডিকেল কলেজের গবেষক দলের প্রধান প্রফেসর রোনাল্ড ক্রিস্টাল বলেন, টিকাটি মানুষের উপযোগী করতে পারলে কেউ এ টিকা নেওয়ার পর আবার যখন ধূমপান করতে যাবে তখন তারা সিগারেটে কোনো মজা পাবে না।
এভাবে বদ অভ্যাসটি ত্যাগ করাও সম্ভব হবে। তিনি আশা করেন, টিকাটি বিশ্বের কোটি কোটি ধূমপায়ীর উপকার করবে।